Breaking News
Home / Breaking News / শিমুলিয়া-কাঁঠালবাড়িতে শতাধিক গাড়ি আটকা

শিমুলিয়া-কাঁঠালবাড়িতে শতাধিক গাড়ি আটকা

বিশেষ প্রতিবেদক ,কাঁঠালবাড়ি::
সাত ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ঘাটের টার্মিনালে এখনও শতাধিক ছোটবড় গাড়ি আটকা রয়েছে।
ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রোববার রাত পৌনে ২টা থেকে বন্ধ করে দেয়া হয় ফেরি চলাচল। কুয়াশা কেটে গেলে সোমবার সকাল ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, রাতে কুয়াশা বেড়ে গেলে নৌরুটের দিক নির্দেশনামূলক বাতি ঝাপসা হয়ে আসে। এ সময় নৌরুটে দিক নির্ণয় করতে ব্যর্থ হন ফেরির চালকরা।

নৌরুটের সরু চ্যানেল চ্যানেল ও ডুবোচর থাকায় দুর্ঘটনা এড়াতে রাত পৌনে ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আবদুল আলীম জানান, সকাল ৯টার দিকে নৌরুটের কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

Powered by themekiller.com