Breaking News
Home / Breaking News / কচুয়ায় ১০কেজী পুরানো পলিথিন বা প্লাস্টিকের বতল জমা দিলেই পাবেন হারমনিয়াম

কচুয়ায় ১০কেজী পুরানো পলিথিন বা প্লাস্টিকের বতল জমা দিলেই পাবেন হারমনিয়াম

মফিজুল ইসলাম বাবুলঃ
কচুয়া উপজেলা পরিষদের দু”দুবারের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির আবারও ব্যতিক্রম প্রসংশনীয় ভূমিকা পালনের উদ্যােগ গ্রহন করেছেন। এবারের ভূমিকার মধ্যে কচুয়া উপজেলার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগনের দৃষ্টি আকষন করে তিনি তার সোস্যাল মিডিয়া ফেসবুকে উল্লেখ করেছেন এবং তা হুবহু নিম্মে তুলে ধরা হলঃ
চাঁদপুর জেলার কচুয়া উপজেলায়,যে সকল সরকারি বা আধা-সরকারি মহাবিদ্যালয়,উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় আছে। সে সকল প্রতিষ্ঠানের
প্রধানদের উদ্দেশ্যে অনুরোধ করছি, যদি আপনার
প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের গান শিখানোর প্রয়োজন
অনুভব করেন, তার জন্য একটি হারমনিয়াম অত্যন্ত
প্রয়োজন, তা হলে উপজেলা পরিষদে জরুরি যোগাযোগ করবেন। তবে শর্ত’ থাকে যে, যেহেতু একটি হারমনিয়াম বাজার মূল্য দশ হাজার টাকার উপরে। তার বিনিময়ে আপনি শুধু আপনার চারপাশে চড়িয়ে
ছিটিয়ে থাকা সকল পুরোনো প্যলিথিন বা পুরোনো
যে কোন প্লাস্টিকের বোতল আমাদের উপজেলা পরিষদে (দশ কেজি) জমা দিন তাহলেই আপনি সম্পন্ন বিনে টাকায় আপনার প্রতিষ্ঠানে একটি হারমনিয়াম উপহার দেওয়া হবে। প্রথম পর্যায়ে বারটি প্রতিষ্ঠানে দেওয়া হবে। যে যে প্রতিষ্ঠান আগে আসবেন তাহারা আগে পাবেন।
তাছাড়াও একটি ফুটবলের জন্য( এক কেজি) প্যলিথিন বা যে কোন পুরোনো বোতল দিলে, একটি বল/ ভলিবল দেওয়া হবে। এক সেট ক্রিকেট সরঞ্জাম পেতে হলে জমা দিতে হবে (পাঁচ কেজি) পুরনো প্যলিথিন বা পুরোনো বোতল। এই সব শুধুই করা হচ্ছে আমাদের আগামী দিনের প্রজন্মের জন্য। আমাদের পরিবেশ আমাদেরই রক্ষা করতে হবে।
এ ব্যাপারে সু-যোগ্য চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির এর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।

Powered by themekiller.com