Breaking News
Home / Breaking News / বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে: শাহাবুদ্দিন

বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা পরিপূর্ণ মানুষ হতে সাহায্য করে: শাহাবুদ্দিন

অনলাইন ডেস্ক :প্রথিতযশা চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বলেছেন, বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চিন্তা চেতনা ও জীবনদর্শন একজন পরিপূর্ণ মানুষ হয়ে উঠতে সাহায্য করে।

বর্ণাঢ্য আয়োজনে শিল্পীর ৬৯তম জন্মদিন উদযাপনকালে দেশ ও দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন গুণী এই শিল্পী।

মহান মুক্তিযুদ্ধের অকুতোভয় যোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন। মঙ্গলবার শিল্পীর ৬৯তম জন্মদিনে বাংলা একাডেমির নাট্যশালায় বর্ণাঢ্য আয়োজন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়েই ছিলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও দেশপ্রেম।

জন্মদিনে আবেগ-আপ্লুত হয়ে শিল্পী শাহাবুদ্দিন বলেন, তার কাছে জীবনের প্রতিটি সময় সোনালি দিন।

অনেকেই ছুটে আসেন গুণী এই শিল্পীকে জন্মদিনের ভালোবাসা জানাতে।

৬৯ তম জন্মদিনের আয়োজনে ছিল যৌথভাবে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিল্পী শাহাবুদ্দিন ৬৯তম জন্মদিন উদযাপন কমিটি।

error: Content is protected !!

Powered by themekiller.com