Breaking News
Home / খেলাধুলা / বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে

বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে

স্পোর্টস ডেস্ক :

শুক্রবার (০৭ জুন) সারাদিনের টানা বৃষ্টিতে মাঠে অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। ইনডোরেই অনুশীলন সারতে হয়েছে। শনিবারও সূর্যের দেখা খুব একটা মেলেনি কার্ডিফের আকাশে। মাঝে মাঝে উঁকি দিলেও প্রায় সময়ই আবার ঢেকে যাচ্ছে মেঘে।

বিবিসির আবহাওয়া পূর্বাভাসে শুক্রবার বলা হয়, কার্ডিফে সকাল সাতটা থেকে ৯টা পর্যন্ত বৃষ্টি হতে পারে। তবে সে পূর্বাভাস কাজ করেনি। শনিবার সকাল থেকে বৃষ্টি হয়নি কার্ডিফে।

বিবিসির আবহাওয়া প্রতিবেদনে বলা আছে, সকাল ৯টার পর কার্ডিফে সারাদিন বৃষ্টির সম্ভাবনা খুব কম। যদি ৯টার মধ্যেও বৃষ্টি হয়ে বন্ধ হয়ে যায়, তাহলেও নির্বিঘ্নে পুরো ৫০ ওভারই খেলা হবে। তবে মাঝে বৃষ্টি হবে কিনা ইংল্যান্ডের আবহাওয়ায় তা বলা মুশকিল।

কার্ডিফের আউটফিল্ডের ড্রেনেজ সিস্টেম বা পানি নিষ্কাশন ব্যবস্থা অত্যাধুনিক হওয়ায় মাঝে বৃষ্টি হলেও ম্যাচ শুরু হতে বেশি সময় লাগবে না। স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায়, তাই আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী সকালে বৃষ্টি হলেও ম্যাচ যথাসময় শুরু করতে হয়তো সমস্যা হবে না।

Powered by themekiller.com