Breaking News
Home / Breaking News / জামালপুরের ডিবি পুলিশের নামে হয়রানী ও অর্থ লুটে চাঁদাবাজি অভিযোগে প্রতিবাদ সভা

জামালপুরের ডিবি পুলিশের নামে হয়রানী ও অর্থ লুটে চাঁদাবাজি অভিযোগে প্রতিবাদ সভা

জামালপুর প্রতিনিধি ::

জামালপুর সদরের শাহবাজপুরে ইউনিয়নে ডিবি পুলিশের নামে হয়রানী এবং অর্থ লুটে চাঁদাবাজি করার অভিযোগে প্রতিবাদ সভা করছে এলাকাবাসী। শাহবাজপুরে কৈডোলা হক দাখিল মাদ্রাসায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী জানায়, জামালপুর কিছু নীতি আদর্শ হীন, নিচু মানুষিকতার অর্থ লোভী ডিবি পুলিশেরর নামে শাহাবাজপুর ইউনিয়নের কৈডোলা সহ বিভিন্ন গ্রামে দরিদ্র মানুষদের হাতে জাল টাকার নোট ধরিয়ে দিয়ে, তাদের ফাঁদে ফেলে অর্থ লুটিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

অভিযোগ বক্তারা আরো জানান গত ২৫ মে মৃত সয়েদ আলীর ছেলে দরিদ্র লেচু ব্যবসায়ীকে মধ্য রাতে নূরু ও তার মা নিরলাকে বেদম ভাবে মারপিট করে, জাল টাকা হাতে ধরিয়ে দেয় ডিবি পরিচয়ে। পরে ৫০ হাজার টাকা চাঁদা নিলেও মন মতো অর্থ না হওয়ায় নূরুকে ধরে, নিয়ে তার বিরুদ্ধে জাল টাকার অভিযোগ এনে আদালতে চালান করেন। এখন শাহাবাজপুর ইউনিয়ন তথা কৈডোলা গ্রামের সাধারন নিরিহ মানুষ ডিবি আতঙ্কে রয়েছে। গত কয়েক মাসে সুরুজের ছেলে ভূটু, আব্দুলের ছেলে মস্তুু, সজিবের ছেলে সালাম, সিরাজুলের ছেলে ফিরুজ, সামাদের ছেলে তাজেল, মতির ছেলে আজিজুল, জিয়াউল ছেলে রাসেল, বাদশা চেয়ারম্যান ছেলেসহ ৫০ জনের অধিক দরিদ্র নিপেড়িত লোকদের হাতে ডিবি পরিচয় দিয়ে গভীর রাতে জাল টাকার নোট ধরিয়ে দিয়ে তাদের ফাদে ফেলে অর্থ দিতে বাধ্য করেছেন। স্থানীয়দের দাবী এভাবে তারা কয়েক লক্ষ্যদিক টাকা হাতিয়ে নিলেও বিভিন্ন মহলে বলেও ডিবি নামের এ আতঙ্কের তারা কোন প্রকার প্রতিকার পাইনি।

উক্ত ঘটনা নিয়ে ৩০ মে বৃহঃপতিবার প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন, শাজাবাজপুর ইউপি চেয়ারম্যান আয়ূব আলী, জেলা পরিষদের সদস্য হাবিবুর রহমান দুলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলমগীর হোসেন, দিগপাইত ইউনিয়নের সাধারন সম্পাদক গোলাম রব্বানীসহ স্থানীয় এলাকাবাসী।

এসময় প্রতিবাদ সভায় হাজার হাজার স্থানীয় এলাকাবাসী ঢল নামে।

Powered by themekiller.com