Breaking News
Home / Breaking News / BELTA Chandpur Chapter এর ইফতার মাহফিল ও সংবর্ধনা

BELTA Chandpur Chapter এর ইফতার মাহফিল ও সংবর্ধনা

বিশেষ প্রতিনিধি ::
গতকাল রবিবার বিকালে চাঁদপুর হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হল BELTA Chandpur Chapter ও Chandpur English Language Club এর উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান।জাতীয় শিক্ষা সপ্তাহ২০১৯ এ জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসবে চাঁদপুর হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয় নির্বাচিত হওয়ায় BELTA Chandpur Chapter এর পক্ষ হতে চাঁদপুর হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এর হাতে সন্মাননা ক্রেস্ট তুলে দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অাব্দুল্লাহ অাল মাহমুদ জামান ও BELTA Chandpur Chapter এর নেতৃবৃন্দ।হাসান অালী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে ও BELTA Chandpur Chapter এর সাংগঠনিক সম্পাদক অাব্দুল অাজিজ শিশির এর উপস্থাপনায় ইফতার পূর্ব সংবধর্না অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অাব্দুলাহ অাল মাহমুদ জামান ইংরেজি শিক্ষার গুরুত্ব ও শিক্ষাদান পদ্বতিকে অাকর্ষনীয় ও ফলপ্রসু করতে হলে সকল ইংরেজি শিক্ষকদের পারস্পরিক যোগাযোগ,মতবিনিময় ও সম্পর্ক গঠনে BELTA’ র গুরুত্বপুর্ন ভূমিকা ও প্রয়োজনীয়তা তুলে ধরেন।উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে অারো বক্তব্য রাখেন বিশেষ অথিতি ও জনপ্রিয় সময় টিভি র স্টাফ রিপোর্টার ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি ফারুক অাহাম্মেদ Chandpur English Language Club এর সভাপতি মাসুদুর রহমান সহ অারো অনেকে।বিশেষ অতিথি হিসেবে ইফতার ও সংবধর্না অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ গল্লাক অাদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খোরশেদ অালম চৌধুরী,কাকৈর তলা কলেজের অধ্যক্ষ মনিরুল হক পাটোয়ারী,হাজিগঞ্জ পালিশারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর জেলা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন,প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির চাঁদপুর জেলা শাখার সভাপতি শাহাজাহান সিদ্দিকী, জেলা শিক্ষা অফিসের পরিদর্শক লিটন কান্তি দাস,চাঁদমুখ এর সাধারণ সম্পাদক এইচ এম জাকির,বিশিষ্ট সাংবাদিক ও বাংলার মুখ নিউজ পোর্টাল এর সম্পাদক সুমন পাটোয়ারী,বিশিষ্ট কলাম লিখক রিফাত কান্তি সেন সহ চাঁদপুর জেলার বিভিন্ন মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ ইংরেজি বিষয়ের শতাধিক শিক্ষকগন।

Powered by themekiller.com