Breaking News
Home / Breaking News / সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ২ নম্বর সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ২ নম্বর সংকেত

কক্সবাজার প্রতিনিধিঃ
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর।
বজ্রমেঘের ঘণঘটা বৃদ্ধির কারণে শনিবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা সংকেত দেখাতে বলা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এ ছাড়াও অপর এক বিজ্ঞপ্তিতে আজ দুপুর ১টা পর্যন্ত নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগধাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরে ২ নম্বর নৌ হুশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

error: Content is protected !!

Powered by themekiller.com