Breaking News
Home / Breaking News / কৃষকরা ১ হাজার ৪০ টাকা মূল্যে ধান বিক্রি করার জন্য কচুয়া উপজেলা চেয়ারম্যানের প্রসংশনীয় উদ্যােগ

কৃষকরা ১ হাজার ৪০ টাকা মূল্যে ধান বিক্রি করার জন্য কচুয়া উপজেলা চেয়ারম্যানের প্রসংশনীয় উদ্যােগ

মফিজুল ইসলাম বাবুল,ককচুয়াঃ
কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির বৃহস্পতিবার (২৩মে) বিকেলে রহিমানগর বাজারে তার গাড়ির উপরে চাউন্ড বক্স লাগিয়ে সরকার কৃষকদের কাছ থেকে ধানের প্রতি মন ১হজার ৪০ টাকা মূল্যে ক্রয় করছে এবং এ সুযোগ গ্রহন করার জন্য তিনি নিজেই ঘোষনা দিয়ে প্রচার করেন। তার এ প্রচার ঘোষনাকে সাধারন কৃষক জনতা অবগত হয়ে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। তিনি ঘোষনায় বলেন, সরকার কর্তৃক কচুয়া খাদ্য গুদামে উল্লেখিত মূ্ল্যে ধান সংগ্রহের কার্যক্রম চলছে। প্রতিজন কৃষক সর্বনিম্ন ৩ মন এবং সর্বচ্চ সাড়ে ২৭মন (১টন) ধান বিক্রি করতে পারবে। কোনো দালালদের মাধ্যমে প্রতারিত না হয়ে সরাসরি যাদের কৃষি কার্ড রয়েছে তারা ওই খাদ্য গুদামে ধান নিয়ে যাবার জন্য আহবান জানান। এ বছর প্রায় ৫২ হাজার কার্ড ধারী কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হবে বলেও ঘোষনা করেন।

Powered by themekiller.com