Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে প্রতিবছরের ন্যায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশন

লক্ষ্মীপুরে প্রতিবছরের ন্যায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরে প্রতিবছরের মত এবারও জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন নন্দন ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (২৩ মে) দুুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের উৎসাহ যোগাতে এ আয়োজন করা হয়েছে। কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন পিপিএম (সেবা) বলেন, ছাত্র জীবনের পরবর্তী স্তরেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে তোমাদের। পড়াশুনার পাশাপাশি বাস্তবে জীবন সম্পর্কেও জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের কোনো কর্মকান্ডের কারণে যেন মা-বাবাকে অপমানিত বা লজ্জিত না হতে হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ ও নন্দন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রফেসর মাইন উদ্দিন পাঠানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক আবদুল মতলব, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসার চেয়ারম্যান মাওলানা জসিম উদ্দিন, লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের উপাধ্যক্ষ হাবিবুর রহমান সবুজ, নন্দন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রাজু আহমেদ, উপদেষ্টা এস এম আওলাদ হোসেন, এড. শিল্পী রানী পাল, ঢাকা হতে আগত প্রাইভেট ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক হাছান আলী, হলিহার্ট স্কুলের উপাধ্যক্ষ রেজাউল করিম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, নন্দন ফাউন্ডেশনের সভাপতি রাজন মোল্লা, সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আবদুল কাদের, দপ্তর সম্পাদক ইসমাইল খান সুজন, নন্দন ব্লাড ব্যাংকের সভাপতি রিয়াদ হোসেন প্রমুখ।

Powered by themekiller.com