Breaking News
Home / Breaking News / জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

জামালপুরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

নিপুন জাকারিয়া :–

জামালপুরে চলতি বোরো মওসুমের ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
আজ দুপুরে সিংহজানী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন করেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন।

চলতি মওসুমে জেলায় ৩৬ হাজার ৫৫৫ মেট্রিক টন চাল ও ৩ হাজার ৮৮৭ মেট্রিক টন ধান ক্রয় করবে সরকার। এর মধ্যে ৩৩ হাজার ১০৪ মেট্রিক টন সেদ্ধ এবং ৩ হাজার ৪৫১ মেট্রিক টন আতপ। সরকারিভাবে প্রতি কেজি চাল ৩৬ টাকা এবং প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬ টাকা।
২১-০৫-১৯

Powered by themekiller.com