Breaking News
Home / Breaking News / ঈদকে ঘিরে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ঈদকে ঘিরে অতিরিক্ত মূল্যে পোশাক বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

বিশেষ প্রতিনিধি :
মানিকগঞ্জ শহরের বিভিন্ন নামি দামি পোশাক বিক্রয়ের শোরুমে ঈদকে সামনে রেখে ক্রেতাদের জিম্মি করে অতিরিক্ত দামে বস্ত্র (পোশাক) বিক্রি করা হচ্ছে । এমন সংবাদের ভিত্তিতে শহরের বিভিন্ন বস্ত্র (পোশাক) বিক্রয়ের শোরুমে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত । এর মধ্যে শহরের চাঁদের হাট কে ৫০ হাজার এবং নকশী কে ২৫ হাজার টাকা । মোট ৭৫ হাজার টাকা জরিমানা আরোপ করে ভ্রাম্যমাণ আদালত ।
এছাড়াও বেশ কয়েকটি পোশাক বিক্রি প্রতিষ্ঠানকে সতর্ক করে দেয়া হয় । মঙ্গলবার (২১ মে) বিকেলে জেলা শহরের চাঁদের হাট এবং নকশী নামের দুই পোশাক প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. আলাউল ইসলাম জানান,ঈদকে সামনে রেখে বস্ত্র (পোশাক) কেনাকাটায় যেন ক্রেতাদের ভোগান্তি না হয় । এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মশিউর রহমান খানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। অভিযানে চাঁদের হাটকে ৫০ হাজার এবং নকশীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Powered by themekiller.com