Breaking News
Home / Breaking News / মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা ছোট্ট সাধারণ ঘটনা : হানিফ

মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা ছোট্ট সাধারণ ঘটনা : হানিফ

বিশেষ প্রতিনিধিঃ
ছাত্রলীগের কমিটির ঘোষণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা একটি ছোট্ট সাধারণ ঘটনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
আজ মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের যৌথসভা শেষে তিনি একথা বলেন।
এর আগে গতকাল সোমবার ঘোষণা করা হয় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। কিন্তু কমিটি ঘোষণার পর মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করেছেন পদ বঞ্চিতরা। এ সময় ছাত্রলীগের নারী নেত্রীদের ওপর হামলার ঘটনাও ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়।
হানিফ বলেন, ‘ছাত্রলীগের কমিটির ঘোষণা নিয়ে ঢাবির মধুর ক্যান্টিনে যা ঘটেছে তা একটি ছোট্ট সাধারণ ঘটনা। এটি নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই।’
পূর্ণাঙ্গ কমিটিতে সবাইকে পদ দেওয়া যায় না উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘ছাত্রলীগ একটি বৃহৎ সংগঠন, হাজার হাজার নেতাকর্মী। বয়সে তরুণ হওয়ায় তাদের প্রতিক্রিয়াটা একটু ভিন্ন। যোগ্য নেতারা সবাই পদ প্রত্যাশা করেন। সবাইকে তো দেওয়া যায় না। তখন কিছু ব্যক্তি অসন্তুষ্ট হতেই পারে। যে কারণেই এরকম একটু আধটু ঝামেলা হতেই পারে। আমাদের দেশে এমনটি হয়ে থাকে।’

Powered by themekiller.com