Breaking News
Home / Breaking News / লক্ষ্মীপুরে স্কুল পরিচালনা কমিটির ভোট কে কেন্দ্র করে- হামলায় আহত-৩

লক্ষ্মীপুরে স্কুল পরিচালনা কমিটির ভোট কে কেন্দ্র করে- হামলায় আহত-৩

লক্ষ্মীপুর প্রতিনিধি ::
লক্ষ্মীপুর সদর উপজেলার চরশাহী ইউনিয়নের নুরুল্যাপুর আন্জুমান আরা উচ্চবিদ্যালয়ে পরিচালনা কমিটি নির্বাচন কে কেন্দ্র করে তিন জন আহত হয়। আহতরা হলেন, ফারভেজ, নুরুল করিম, মোজাম্মেল। অত্র হামলা কে কেন্দ্র করে নুরুল করিম চন্দ্রগঞ্জ থানায় এজহার দায়ের করেন। এজহার সূত্রে জানা যায়, মোতাহের এর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী ফারভেজ এর উপর হামলা করে। হামলায় ফারভেজ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি নিয়ে আজ বিকালে স্থানীয়রা জানান, নুরুল্যাপুর আন্জুমান আরা উচ্চবিদ্যালয়ের পরিচালনা কমিটি নির্বাচন ২০১৯ইং সদস্য পদপ্রার্থী মোতাহের এর সাথে অত্র বিদ্যালয়ের অভিবাবক নুরুল করিম এর সাথে কথাকাটা কাটি হয়। তারই জের ধরে মোতাহেরসহ কয়েকজন ফারভেজ এর উপর হামলা করে। এসময় নুরুল করিম ও মোজাম্মেল বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে আহত করে। বিষয়টি নিয়ে চরশাহী ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগ এর যুগ্নসাধারণ সম্পাদক গোলজার মোহাম্মদ ঘটনার বিষয়ে বলেন,হামলার ঘটনাটি তাদের পারিবারিক। মৃত হেদায়েত উল্যার পুত্র মোতাহের বলেন, তারা আমার আত্মীয় হয়ে আমার ভোট করেনা তাই এ ঘটনা ঘটেছে? অত্র হামলার ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চন্দ্রগঞ্জ থানা পুলিশ।

Powered by themekiller.com