Breaking News
Home / Breaking News / মা দিবসে প্রেস ক্লাবের সাবেক সভাপতির মাকে নিয়ে লেখা আমার স্বাধীন ডাক —————- হোসেন ইকবাল

মা দিবসে প্রেস ক্লাবের সাবেক সভাপতির মাকে নিয়ে লেখা আমার স্বাধীন ডাক —————- হোসেন ইকবাল

আমার স্বাধীন ডাক
—————- হোসেন ইকবাল

আমি ভোর না হতেই যাকে ডেকে তুল্লে দোষ নেই- সে কে?
আমি যার চুল টেনে জেদ করে ব্যথা দেই- সে কে?
আমি যাকে খেতে না পেলে বকাঝকা ইচ্ছেমত করি- সে কে?
আমি যার কোমর দু” হাত দিয়ে চেপে ধরে আর সহসা ছাড়তে চাই না- সে কে?
আমি যার অনবরত কিলগুতো খেয়েও তাকেই বার বার জাপটে ধরি- সে কে?
যার মুখে মুখে শানিত কথা চালিয়ে শেষ দৌড়ে পালাই- সে কে?
বাবার কাছ থেকে অজস্র কান্নাতেও কানাকড়ি মিলেনা যখন, কেউ একজন তখন আমায় পূর্ণতা দেয়- সে কে?
শরীরে যখন তাপদাহ বহে, শিয়রে বসে যে ঢালে নয়ন জল- সে কে?
আমার পায়ের আওয়াজ আর মুখের শব্দশুনে না দেখেও সবার আগে শনাক্ত করে ওটি আমিই – সে কে?
আমার হঠাৎ গড়াগড়ি, চিৎকার চেচাঁমেচি কোলাহল
দেখে যে আশারবাণী শুনিয়ে শান্ত্বনা দেয়- সে কে?
আমার শবদেহ সমাধিপরে নিতে গেলে যে বেশী আর্তনাদ করে – সে কে?
নিজে না খেয়েও খেয়েছি বলে আমায় মিথ্যা কথাটি সরলে বলে- সে কে?
আমায় নিয়ে আকাশ ছোঁয়া সপ্ন দেখে যে -সে কে?
চিনেছ তাকে? চিনতে পারছ? চিনতে পারোনি বোকা হাদারাম!
তিনি আর কেউ নন- তিনি আমার গর্ভধারিণী – “মা”।

Powered by themekiller.com