Breaking News
Home / Breaking News / কচুয়ায় এক চাঁদাবাজকে জনতা কর্তৃক আটকে পুলিশে সপর্দ

কচুয়ায় এক চাঁদাবাজকে জনতা কর্তৃক আটকে পুলিশে সপর্দ

মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের শাহারপাড় গ্রামের সাবেক ইউপি সদস্য তাজু মেম্বারের পুরান বাড়ির মৃত আঃ মমিনের ছেলে মোশারফ হোসেনকে রবিবার (১২মে) চাঁদাবাজির ঘটনায় জনতা কর্তৃক আটকে পুলিশে সপর্দ করেছে। সরজমিনে জানাযায়,একই গ্রামের সোলেমান মিয়াজী নামে এক ব্যক্তি অসুস্ত থাকায় তার স্থানিয় রহিমানগর বাজারে একটি আধাপাকা দোকান ভিটা নির্মান কাজের দায়িত্ব নেয় রহিমানগর বাজারের ব্যবসায়ী মোঃ সেলিম মুন্সী। এ দোকান ভিটা নির্মান কাজের সুত্র ধরে গত ১৫/২০ দিন যাবত দফায় দফায় সেলিম মুন্সীর কাছে চাঁদা দাবী করে আসছে ওই মোশারফ হোসেন। কিন্তু সেলিম তার এ প্রস্তাবে কোনো কর্ণপাত না করায় রবিবার সকাল সাড়ে ৮টার দিকে মোশারফ আবারও চাঁদার দাবীতে কথা কাটাকাটির এক পর্যায়ে সেলিমকে দেশীয় অস্রের ভয়ভীতি দেখিয়ে মারধর করাসহ তার বেশকিছু দাড়ি চিড়ে ফেলে। এসময়ে স্থানিয় লোকজন সেলিমকে উদ্ধার করতে ছুঁটে আসতে দেখে মোশারফ ঘটনাস্থল ত্যাগ করে পাশেই তার নিজের বাড়িতে চলে যায়। পরে এলাকাবাসী মোশারফের বাড়ি ঘেরাও রেখে কচুয়া থানা পুলিশকে খবর দিলে এস, আই মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে এসে তাকে গ্রেফতার করে হেন্ডকাপ পরিয়ে নিয়ে যায়। তাকে গ্রেফতারের পর একাধিক ভূক্তভোগি মানুষ পুলিশকে এবং এ প্রতিনিধিকে জানান, তার চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যকলাপের কথা। তার গ্রেফতারে এলাকাবাসী স্বস্থি নিঃশ্বাস ফেলেছে।

Powered by themekiller.com