মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর ইউনিয়নের ধনাইয়া গ্রামের রহিম উদ্দিন হাজী বাড়ীর মৃত ওসমান আলীর ৪ পুত্রের যৌথ বসত একটি আধা পাকা ৮ কক্ষের বিল্ডিং ঘর পুড়ে ছাঁই হয়েগেছে। এতে অনুমান বিল্ডিং ঘরের ক্ষয়ক্ষতির পরিমান ২০ লক্ষ এবং ঘরের আসবাবপত্র মালামাল প্রায় ১০ লক্ষসহ ৩০ লক্ষ টাকার ক্ষতিসাধিত হয়েছে বলে স্থানিয় লোকজন ধারনা দিয়েছে।
শুক্রবার (১০মে) রাত ৮ টা ১৫ মিঃ সময় বিল্ডিং সংলগ্ন পাক ঘরের বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে লোকজন জানান। এসময় ওসমান আলী ৪ পুত্রের মধ্যে ১ ছেলে জাফর বাড়িতে ছিলেন এবং সে আগুনের লেলিহান শিখা দেখে অজ্ঞান হয়ে পড়ে। আগুন লাগার প্রায় ১ঘন্টা পর কচুয়া ও শাহরাস্তি উপজেলার ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রে আনে। এসময় কচুয়া থানার পুলিশও অগ্নিকান্ডের স্থানে গিয়ে পর্যবেক্ষণ করেন।