Breaking News
Home / Uncategorized / বাংলারমুখ পরিবার থেকে প্রবাসী সাংবাদিক এসটি সাহাদাত এর বিবাহ বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

বাংলারমুখ পরিবার থেকে প্রবাসী সাংবাদিক এসটি সাহাদাত এর বিবাহ বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

মন্তব্য- এসটি সাহাদাতঃ ২০১১ সালের ৫ মে । জীবনের নতুন অধ্যায়ের যাত্রা শুরু করেছিলাম সেদিন। দেখতে দেখতে বিবাহিত জীবনের ৮টি বছর একসাথে কেটে গেল। আমি অনেক সুখী যখন দেখি সুখ দুঃখ, ভালো মন্দ মিলে আমাদের দুইজনের মধ্যে পারস্পরিক বোঝাপড়া অনেক মজবুত। অনেক ধন্যবাদ @ Farjana Yesmin Lata কে আমার এই পথচলায় অবিরাম সঙ্গী হবার জন্য।
ধন্যবাদ সকলকে, যারা আমাদেরকে এই দিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এবং জানিয়েছেন ফুলেল শুভেচ্ছা..
অনেক অনেক ধন্যবাদ জানাই আজাদ ভাইকে যার আকস্মিক ঘোষনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত হই আমরা… সাথে সাথে বিশেষ ধন্যবাদ ওয়াহিদ ভাই ও মামুন ভাই ও আজাদ ভাইকে এই বিশেষ মুহূর্তে একটি চমৎকার গান উপহার দেবার জন্য।

error: Content is protected !!

Powered by themekiller.com