মফিজুল ইসলাম বাবুলঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার আকানিয়া আমজাদিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা হেফজ বিভাগের ছাত্র রাকিব হোসেন (১৩) নামে এক ছাত্র ৭দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার মা সেলিনা বেগম বাদী হয়ে আজ শনিবার কচুয়া থানায় লিখিত একটি অভিযোগ দায়ের করেন। জানা গেছে, উপজেলার প্রসন্নকাপ গ্রামের জসিম উদ্দিনের ছেলে মাদ্রাসা ছাত্র রাকিব হোসেন গত রবিবার (২৮ এপ্রিল) তার নানার বাড়ি মনপুরা থেকে মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়ে নিখোঁজ রয়েছে।
বর্তমানে ছেলের সন্ধানে তার বাবা জসিম উদ্দিন ও মা সেলিনা বেগম পাগলপ্রায়। কোনো সু-হৃদয়বান ব্যক্তি তার সন্ধান পেলে তার মা সেলিনা বেগমের ০১৬২২২৬২০১৩ নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।