এম. রহমানঃ
চাঁদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১ মে বুধবার বিকেলে ও সন্ধ্যায় পৃথকভাবে এ দুটি ওয়ার্ডের নেতা-কর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রাধা গোবিন্দ গোপ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুর রহমান বাবুল, সহ-সভাপতি হাজী আব্দুল কাশেম গাজী, সাংগঠনিক সম্পাদক হাবিবুর হোসেন, দপ্তর সম্পাদক ইমরান হোসেন সেলিম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন ভুইয়া।
বিকেলে পুরাণবাজার ওচমানিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসায় আয়োজিত ওয়ার্ড আওয়ামী লীগের সাথে এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি ছিদ্দিকুর রহমান ঢালী। সাধারণ সম্পাদক আবুল খায়ের মিজির পরিচালনায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজির পাটওয়ারী, রাজ্জাক হোসেন, যুগ্ম সম্পাদক আলমগীর বেপারী, সাংগঠনিক সম্পাদক ভাসানী ঘোষ, আলমগীর হাওলাদার, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামাল হাওলাদার, যুবলীগ নেতা উজ্জ্বল হোসেন তালুকদার, নজরুল ইসলাম (ধাম নজু), ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নাছির আখন্দ প্রমুখ। এই সভায় তৃণমূল নেতা-কর্মীরা ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি কামাল হাওলাদারকে ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে প্রস্তাব করেন।
সন্ধ্যায় পুরাণবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি ও সাবেক কাউন্সিলর আছলাম গাজী। সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মানিকের পরিচালনায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য নাসির উদ্দিন খান, উপদেষ্টা সফিকুর রহমান, সহ-সভাপতি আব্দুল মজিদ খান ডেঙ্গু, মোখলেছুর রহমান মলি্লক, যুগ্ম সম্পাদক ফজল প্রধানিয়া, দুলাল কাজী, সাংগঠনিক সম্পাদক ফজলু মিজি, কামাল হোসেন ঢালী, প্রচার সম্পাদক ওয়ালি উল্লাহ গাজী, দপ্তর সম্পাদক দুলাল হোসেন, আইন বিষয়ক সম্পাক মোহাম্মদ আলী কুট্টি, সদস্য সেলিম হাওলাদার প্রমুখ।
চাঁদপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতিতে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি রাধা গোবিন্দ গোপ ও সাধারণ সম্পাদক আমিনুর রহমান বাবুল।