মফিজুল ইসলাম বাবুল, কচুয়াঃ
চাঁদপুরের কচুয়া উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নিয়ে ১ম কার্য দিবস উপলক্ষে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পরিষদ মিলনায়তনে এই বিশেষ সভায় উপজেলা নির্বাহী অফিসার নীলিমা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দিন খান আলমগীর এম.পি। এছাড়াও বক্তব্য রাখেন নব নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম।
উপজেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডাঃ হায়দার আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুমন দে, কচুয়া থানা অফিসার ইনসার্জ মোঃ ওয়ালী উল্যাহ (অলি), চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওনক আরা রত্না, গোহট উত্তর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবদুল হাই মুন্সি, ২নং পাথৈর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জুয়েল, সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আঃ মুবিন, ডেপুটি কমান্ডার মোঃ জাবের মিয়া, কচুয়া প্রেসক্লাবের সভাপতি রাকিবুল হাসান ও বিশিষ্ট সাংবাদিক আলমগীর তালুকদার প্রমুখ। সভায় অনুষ্ঠানের অতিথিবৃন্দ নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে বরণ করে নেন।