Breaking News
Home / Uncategorized / শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি ভারতমুখী, দেশজুড়ে তাপদাহ অব্যাহত

শক্তিশালী ঘূর্ণিঝড় ফণি ভারতমুখী, দেশজুড়ে তাপদাহ অব্যাহত

ষ্টাফ রির্পোটারঃ
দক্ষিণ পূর্ব ও সংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ফণি আরো ঘনীভূত হয়ে আজ মঙ্গলবার অত্যন্ত শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি দক্ষিণ ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে আঘাত হানার আগে ফণির গতিপথ পরিবর্তনের বিষয়টিও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞগণ।
ফণির প্রভাবে সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রামসহ সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজও সমগ্র দেশে অসহ্য ভ্যাপসা গরম পড়ছে। তাপদাহে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। স্বস্তির বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।
ফণি বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে ১২শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। ভারতের উপকূল থেকে রয়েছে ৬শ’ কিলোমিটার দূরে। ফণির ঝড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ দেড়শ কিলোমিটার। যা আরও বৃদ্ধি পেতে পারে।
ভারতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দক্ষিণ উপকূল থেকে শুরু করে পশ্চিমবঙ্গ পর্যন্ত ব্যাপক সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করেছে।

error: Content is protected !!

Powered by themekiller.com