Breaking News
Home / Uncategorized / এরশাদের অফিসে চুরি, ৪৩ লাখ টাকা গায়েব

এরশাদের অফিসে চুরি, ৪৩ লাখ টাকা গায়েব

নিজস্ব সংবাদদাতাঃ
এইচ এম এরশাদের বনানী কার্যালয়ে সোমবার লকার ভেঙে টাকা চুরির ঘটনা ঘটে।
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বনানী কার্যালয়ে চুরি হয়েছে। ওই কার্যালয়ে থাকা লকার ভেঙে ৪৩ লাখ টাকা নিয়ে গেছে চোর।
গতকাল সোমবার রাতে কার্যালয়ে ওই চুরির ঘটনা ঘটে বলে জানিয়েছেন এইচ এম এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।
খন্দকার দেলোয়ার বলেন, ‘বেতন ও বিভিন্ন অনুষ্ঠানে খরচ বাবদ অফিসে ৪৩ লাখ টাকা ছিল। দুর্বৃত্তরা চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা জাহাঙ্গীর আলমের রুমের তালা ভেঙে টাকাগুলো নিয়ে গেছে। এ ছাড়া আরো তিনটি রুমের তালা ভাঙা হয়েছে।’
চুরির খবর পেয়ে আজ মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত কোনো অভিযোগ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তবে মামলা করা হবে বলে জানা গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
বনানী থানার উপপরিদর্শক (এসআই) মোকলেসুর রহমান বলেন, ‘টাকা চুরির ব্যাপারে লিখিত কোনো অভিযোগ আমরা এখনো পাইনি। তবে সকালে মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করে দেখছি।’
বনানীর ১৭/এ সড়কের ৭৫ নম্বর বাড়িতে নিয়মিত অফিস করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা এইচ এম এরশাদ।

Powered by themekiller.com