Breaking News
Home / Uncategorized / মসজিদ থেকে আপনার বিদায়, হৃদয় থেকে নয়, ———————-খতিবের বিদায়ী সংবর্ধনায় বক্তরা

মসজিদ থেকে আপনার বিদায়, হৃদয় থেকে নয়, ———————-খতিবের বিদায়ী সংবর্ধনায় বক্তরা

নিপুন জাকারিয়া :–

জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের বিনন্দেরপাড়া জামে মসজিদের খতিব আলহাজ মাও: মো. সোহরাব আলীর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

দীর্ঘ ৩৮ বছর ধরে তিনি এই মসজিদকে প্রানবন্ত ও মুসুল্লিদের ভালবাসার প্রিয় গুরুজন হিসেবে ইমামের দায়িত্বে নিয়েজিত ছিলেন । মসজিদের ইমাম ও খতিব আলহাজ মাও: মো. সোহরাব আলী, শরীলের অসুস্থতার জন্য অবসরে যেতে চাইলে, মসজিদ কমিটি গতকাল তাকে আনুষ্ঠানিক ভাবে বিদায়ী সংবর্ধনা দিয়েছেন।

বিদায়ী সংবর্ধনায় বিনন্দেরপাড়া ঈদগাহ মাঠের পেশ ইমাম, কামালখান হাট কামিল মাদ্রাসার অবঃ অধ্যক্ষ মাও: মহসীন আলীর সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন- মসজিদ কমিটির সাধারন সম্পাদক সুজায়েত আলী সোজা। বিদায়ী বক্তব্য রাখেন ৩৮ বছরের খতিব জীবনের ইতি টানা আলহাজ মাও: মো. সোহরাব আলী।

গ্রামবাসী পক্ষে বক্তব্য রাখেন অবসর প্রপ্ত সোনালী ব্যাংকের ম্যানেজার আক্তারুজ্জাম, মসজিদ কমিটির সভাপতি বিশিষ্ট শিল্পপতি ফারুক আহাম্মেদ, যুগ্ন-সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল হাকিম, সদস্য পেশকার আব্দুর মজিদ, মাও: আজিজুর রহমান, ইউপি সদস্য আমিনুর ইসলাম স্বপন, জালাল উদ্দিন, প্রভাষক মকবুল হোসেন, প্রভাষক খলিলুর রহমান, ফরহাদ হোসেন, আনোয়ার হোসেন তোতা, আনোয়ার হোসেন আসলাম, সাংবাদিক নিপুন জাকারিয়াসহ অনেকে। বক্তরা খতিব আলহাজ মাও: মো. সোহরাব আলীর ৩৮ বছরের চাকরি জীবনের বিভিন্ন গুনাবলি তুলে ধরেন। তারা বলেন -আমাদের বিনন্দেরপাড়া গ্রামে ৫০০ শতাদিক পরিবার সকলে এক ছাতার নিচে একই বিত্তে বসবাস করি। আজ চারিদিকে যখন সমাজ ভাঙ্গার গুজ্জন শুনা যাচ্ছে। ভায়ে প্রতিহিংসা বৃদ্ধি পাচ্ছে, ঠিক সময়ে আমাদের মুরুব্বিদের সাথে নিয়ে আপনি এই গ্রামকে আজও এক সমাজে আবদ্ধ রেখেছেন। তারা আরো বলেন – আপনি বেলটিয়া মাদ্রাসার শিক্ষক হিবেসে দীর্ঘ ১১ বছর আগেই চাকরি জীবনের ইতি টানলেও আমাদের ভালবাসার মানুষ হয়ে আজও রয়েছেন। এই গ্রামের মসজিদ থেকে আজ আপনি বিদায় নিলেও গ্রামের প্রতিটি মানুষের হৃদয়ে আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা যারা যুব সমাজ তারা ইসলাম সম্পর্কে যতটুকু জানি, তা আপনার কাজ থেকে গ্রহন করেছি। এসময় সকলে কান্নায় ভেঙ্গে পড়েন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন মোল্লা রাহাদ।
পরে বিদায়ী অতিথিকে মসজিদ কমিটির পক্ষ থেকে ৫০ হাজার টাকা হাদিয়াসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেন গ্রাম বাসী।

ক্যাপশন :– বিনন্দেরপাড়া জামে মসজিদ খতিবের বিদায়ী সংবর্ধনা দিচ্ছেন গ্রামবাসী।

Powered by themekiller.com