Breaking News
Home / Uncategorized / টাঙ্গাইলে ৫শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

টাঙ্গাইলে ৫শ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যাবসায়ী আটক

টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইল শহরের আশিকপুর বাইপাস সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নগরজলফৈ এলাকা থেকে ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার রাতে ৫শ বোতল ফেনসিডিলসহ তাদেরকে গ্রেফতার করা হয়। তারা ট্রাকের নিচে অভিনব প্রদ্ধতিতে ফেনসিডিলগুলো বহন করছিলো।

শনিবার বিকেলে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন দিনাজপুরে বিরামপুর থানার পূর্ব জগন্নাতপুর এলাকার মামুনুর রশীদের ছেলে রানা হোসেন (১৯), ট্রাকের চালক বগুড়া জেলার গাবতলী এলাকার মৃত আশরাফ আলীর ছেলে শাহিনুর ফকির (৫০) ও হেলপার একই এলাকার জহুরুল ইসলামের ছেলে হাসান প্রামাণিক (২১)।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের নগরজলফৈ এলাকায় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগ্রামী একটি ট্রাক আটক করে। পরে ট্রাকে তল্লাশি করে ট্রাকের নিচ থেকে ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় ট্রাকের চালক ও হেলপারসহ ৩ জনকে গ্রেফতার করা হয়। এরা সবাই মাদক ব্যবসার সাথে জড়িত। ট্রাকের পাটাতনের নিচে অভিনব প্রদ্ধতিতে এরা ফেনসিডিলগুলো বহন করছিলো।

এ বিষয়ে টাঙ্গাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলে তিনি জানান।

Powered by themekiller.com