Breaking News
Home / Uncategorized / শক্তিশালী হচ্ছে ঘুর্নিঝড় ফনী, অসহনীয় গরম

শক্তিশালী হচ্ছে ঘুর্নিঝড় ফনী, অসহনীয় গরম

এম.আর হারুনঃ
ভারত মহাসাগর ও এর সংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ফণী ক্রমেই ঘনীভূত হচ্ছে। ভারতীয় আবহাওয়া বিভাগ ও আন্তর্জাতিক আবহাওয়া নেটওয়ার্ক সূত্রগুলো জানায়, ফণী আজ রোববার সন্ধ্যা নাগাদ আরও প্রবল এবং শক্তিশালী রূপ নিতে পারে।
সর্বশেষ গতি প্রকৃতি অনুযায়ী ফণীর গতিমুখ দক্ষিণ ভারতের তামিলনাড়ু ও অন্ধ্র উপকূল বরাবর রয়েছে।
তবে ফণী আঘাত হানার সময় গতিপথ পরিবর্তনও করতে পারে।
ঘূর্ণিঝড় ফণী বাংলাদেশের সমুদ্র উপকূল থেকে প্রায় ১৭শ’ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।
ফণীর বর্ধিত প্রভাবে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রামসহ সারাদেশে অসহনীয় ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে।
এতে করে সর্বত্র জনজীবনের গতি থমকে গেছে। কড়া রোদের আগুন যেন গা ঝলসে দিচ্ছে। তীব্র গরমে ঘামে মানুষ নানা রোগব্যাধিতে আক্রান্ত হচ্ছে। স্বস্তির বৃষ্টির আশায় চাতক পাখির মতো সবার চোখ আকাশপানে।
ফণীর কারণে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। চট্টগ্রামসহ সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সঙ্কেত দেখানো হচ্ছে।

error: Content is protected !!

Powered by themekiller.com