নারায়নগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের কাঁচপুর বিসিক শিল্প নগরী এলাকা থেকে র্যাব চুরি করা কোটি টাকা মূল্যের সরকারী বিদ্যুতের তার উদ্ধার করেছে। এ ঘটনায় রাজু আহমেদ (৪২) এবং ইবনে সাইক (২৫) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে শনিবার সকালে তাদের গ্রেফতার করে সাত হাজার ১৫০ কেজি বিদ্যুতের তার উদ্ধার করা হয়। সিদ্ধিরগঞ্জের আদমজীস্থ র্যাব-১১ এর প্রধান কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, তার চোরের মূলহোতা ইসহাক মোল্লার নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্থান থেকে সরকারী বিদ্যুতের তার অবৈধভাবে সংগ্রহ করে কাঁচপুর বিসিক শিল্প এলাকায় গোপনে মজুদ করে আসছিল। সরকারী বিদ্যুৎ বিভাগের এসব বিদ্যুতের তার থেকে রাবারের কাভার খুলে সিলভার হিসেবে কেজি দরে অবৈধভাবে বিভিন্ন কারখানায় বিক্রি করা হয়। ইসহাক মোল্লাকে গ্রেফতারে অভিযান চলেছে।
Home / Uncategorized / চুরি করা কোটি টাকার সরকারী তারসহ ২ জন গ্রেফতার নারায়ণগঞ্জে চুরি করা বিদ্যুতের তারসহ গ্রেফতার করা হয় দুইজনকে।