Breaking News
Home / Breaking News / নর্দমার ফুল ……………….. -মোসাঃ আজিজা খাতুন (নীপা মোনালিসা)

নর্দমার ফুল ……………….. -মোসাঃ আজিজা খাতুন (নীপা মোনালিসা)

নর্দমার ফুল
………………..
-মোসাঃ আজিজা খাতুন (নীপা মোনালিসা)

সূর্য ওঠেছে পাটে জাগতে হবে এই প্রাতে,
দুর্গন্ধ ছুয়ে ছুয়ে বাতাস গেছে বয়ে-
আমি হয়েছি নগন্য নর্দমার বীজ।
মাগো, আধো জেগে জেগে রাত কেটে গেছে।
দাও এবার পরশ,ফুটবো আমি বিকশিত হয়ে-
গ্লানি সয়ে নর্দমার ফুল হয়ে।

মাগো তোমার সুপ্ত ছোঁয়ায় তিপ্ত হয়ে
দীপ জ্বালবো শিক্ষার আলো দিয়ে।
আমি রবো না পড়ে ভাঙা ডাস্টবিন জুড়ে,
দেখব এবার বিশ্ববিধুরে।

তুমি হাসো বুকটি জুড়ে বাধো স্বপ্ন
ছিন্ন বস্ত্র জীর্ণ চেহারায় আনবো
উজ্জলিত আলোর প্রভা।
তোমার ঘর জুড়ে সুখ দিবেন দিবাকর বিভা।

আমায় দাও ভালবাসার একরক্তি রঙ
যে রঙে রঙিন হবে বিশ্ব দিবাকর।
দেখবে জ্বলবে বলবে দুনিয়া
নর্দমার ফোটা ফুল
আলোকিত করলো ভুবন ভেদিয়া।
জাগো বঙ্গ, দেখো ফুটিতে ফুল
লাগে না কোনো জাত কুল।
ওগো আমি যে নর্দমার ফুল।
যাবো আমি আজ হতে ওই স্কুল।

Powered by themekiller.com