Breaking News
Home / Breaking News / মতলব সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিএসসি বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

মতলব সরকারি ডিগ্রি কলেজে ডিগ্রি ৩য় বর্ষের বিএসসি বিভাগের শিক্ষা সফর অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ মতলব সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রি ৩য় বর্ষ বি.এসসি বিভাগের শিক্ষা সফর আজ ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হয়। কলেজ প্রাঙ্গণ থেকে চাঁদপুরস্থ বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট নদী কেন্দ্রে শিক্ষা সফরে নেতৃত্ব দেন, মতলব সরকারি ডিগ্রি কলেজের উদ্ভিদবিজ্ঞানের বিভাগীয় প্রধান মোঃ জসিম উদ্দিন, প্রাণিবিজ্ঞানের বিভাগীয় প্রধান মোঃ সাইফুল ইসলাম, প্রাণিবিজ্ঞানের প্রভাষক তাছলিমা আক্তার মিলি ও প্রাণিবিজ্ঞানের ব্যবহারিক শিক্ষক মোঃ আলমগীর মিয়া। শিক্ষা সফরে কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোঃ আনিছুল হক শিক্ষার্থীদেরকে মৎস্য ও নদী বিষয়ক ধারনা দেন। এ সময় মতলব সরকারি ডিগ্রি কলেজের বি.এসসি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান সরকার, রাজিব, প্রান্ত, মামুন, সুজন, সোলেমান, সাদ্দাম, শাহিন, রুবেল, মুক্তা, অমিতা, পূজা, শুক্লা, রাবেয়া, মিথিলা, কাকুলী, হালিমা, ফাহিমা, হোসনেয়ারাসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ শিক্ষা সফরে অংশগ্রহণ করেন। শিক্ষা সফরে শিক্ষা বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Powered by themekiller.com