Breaking News
Home / Breaking News / চাঁদপুর স্টে‌ডিয়া‌মে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

চাঁদপুর স্টে‌ডিয়া‌মে জেলা পর্যায়ে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কার বিতরণ

অ‌ভি‌জিত রায় ।। চাঁদপুরে জেলা পর্যায়ে আন্ত: প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এ অনুষ্ঠান চাঁদপুর স্টেডিয়াম মাঠে ২৫ টি ইভেন্টে ৭৫ জন ছাত্র-ছাত্রী বিজয়ী শিক্ষার্থীদেরকে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। এছাড়া সকালে ক্রীড়া প্রতিযোগিতা আনুষ্ঠিক উদ্বোধন করেন অতিরিক্ত জেল প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাঈনুল হাসান। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাহাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার নাজমা বেগম ও সহকারী শিক্ষা অফিসার মোসাম্মাৎ রাবেয়া আক্তার, ফরিদগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন দক্ষিণ কমলাপুর সপ্রাবির শিক্ষক মাও. মো. আবদুর রহমান। গীতা পাঠ করেন নাগদা সপ্রাবির শিক্ষক কাজল কুমার দে। অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর সদর সহকারী শিক্ষা অফিসার মো. দেলোয়ার হোসেন, মৈশাদী সপ্রাবির প্রধান শিক্ষক সুরঞ্জিত কর ও সেনগাঁও সপ্রাবির শিক্ষক মো. এমরান হোসেন।

error: Content is protected !!

Powered by themekiller.com