অফিস প্রধান মফিজুল ইসলাম বাবুল,কচুয়াঃ
কচুয়া উপজেলার বহুল আলোচিত কড়ইয়া ইউনিয়নের দক্ষিন ডুমুরিয়া গ্রামের গৃহবধূ শান্তা আক্তারের মৃত্যুর প্রতিবাদে স্মারকের অনুলিপির কপি গ্রহন করলেন এ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ অাহসান হাবিব জুয়েল। অাজ রবিবার দুপুরে গৃহবধূ শান্তার পিত্রালয় নলুয়া গ্রামের মজুমদার বাড়ীর প্রায় শতাধিক নারী পুরুষ চেয়ারম্যান পরিষদে এসে স্মারকের এ অনুলিপি প্রদান করেন। উল্লেখ্য যে,গত ২৩ জানুয়ারি শান্তা হত্যা অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবীতে কচুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে বিশাল মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেন এলাকার বহু নারী পুরুষ এবং সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচারের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে একটি স্মারক লিপি দাখিল করেন। এরই স্মারকের সদয় অবগত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ওই চেয়ারম্যানকে এ অনুলিপি প্রদান করেন। গত ১৭ জানুয়ারি শশুর বাড়ীতে শান্তার মৃত্যু রহশ্য নিয়ে যাহা ইতোমধ্যে বিভিন্ন গন-মাধ্যমে সংবাদ প্রকাশ পায়।
Home / Breaking News / কচুয়ায় গৃহবধূর মৃত্যুর প্রতিবাদ স্মারকের অনুলিপি গ্রহন করলেন ইউপি চেয়ারম্যান আহসান হাবিব